Logo
Logo
×

বিপিএল

সাব্বির অন্য মানুষ হয়ে ফিরবে: তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম

সাব্বির অন্য মানুষ হয়ে ফিরবে: তামিম

সাব্বির রহমান রুম্মন-তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাব্বির রহমান রুম্মন। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা। অথচ এক মাস আগেই শাস্তির মেয়াদ কমিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরে দলে সাব্বিরকে অন্তর্ভূক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাব্বিরের শাস্তির মেয়াদ যে কমানো হয়েছে এ নিয়ে দল ঘোষণার আগে পরে কোনো বিবৃতিও দেয়নি ক্রিকেট বোর্ড। আর এতেই স্পষ্ট সাব্বির নিষিদ্ধ থাকা অবস্থায়ই জাতীয় দলে চলে এসেছেন।

নিষিদ্ধ সাব্বিরকে দলে নিয়ে বাজে নজির স্থাপন করায় দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বইছে। যদিও বিসিবি থেকে বলা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার চাওয়া অনুসারেই সাব্বিরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা।

জাতীয় দলে সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বলেন, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে এখন ১৫ জনের অংশ। তার প্রতি শুভকামনা থাকবে। অতীতে সে যে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনরাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বুঝেছে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি সাব্বির অন্য মানুষ হয়ে ফিরবে। ওর যে দায়িত্ব আছে, শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম