Logo
Logo
×

খবর

আশুগঞ্জে বাউল শিল্পীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুদ্দুস মিয়া সরকার (২৮) নামে এক বাউল শিল্পী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুদ্দুস মিয়া সরকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর গ্রামের সাহিদ মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ আহমেদ জানান, শুক্রবার রাতে কুদ্দুস সরকার আশুগঞ্জে তাজপুর গ্রামে একটি মাজারের ওরসে গিয়েছিলেন। ওরসে গান গেয়ে ফেরার পথে কুদ্দুস সরকার চারজন সঙ্গীসহ ফিরছিলেন। পথে রাত সাড়ে ১০টায় উপজেলার কামাউড়া এলাকায় সঙ্গে থাকা তিনজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম