Logo
Logo
×

খেলা

হ্যাজার্ডের দাম ২০০ মিলিয়ন ইউরো!

Icon

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাশিয়া বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যের মুগ্ধতা ছড়িয়েছে ইডেন হ্যাজার্ড। বেলজিয়ামকে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য লুকাকু-হ্যাজার্ডদের, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেললেও শেষ চারে ফ্রান্সের কাছে হেরে যান তারা।

তৃতীয় হওয়ার লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করে বেলজিয়াম। বিশ্বকাপের পর হ্যাজার্ডের ওপর নতুন করে নজর পড়ে ইউরোপের অনেক বড় বড় ক্লাবের। চেলসি ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে হ্যাজার্ডও বেশ আগ্রহী।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেরা ফুটবলার হ্যাজার্ডকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি স্প্যানিশ ক্লাবটি তাদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে দিয়েছে জুভেন্টাসের কাছে। রোনাল্ডোর শূন্যস্থান পূরণ করতেই ২৭ বছর বয়সী হ্যাজার্ডকে চায় লস ব্ল্যাঙ্কোসরা।

বেলজিয়ামের এই তারকা ফুটবলারকে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ১৯০ মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত। কেউ কেউ আবার বলছে রিয়াল ২০০ মিলিয়ন ইউরো দিতেও রাজি! তবে চেলসি খুব সহজে হ্যাজার্ডকে ছাড়তে রাজি নয়। ব্লুজদের নতুন কোচ মাউরিসিও সারি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে হ্যাজার্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা দূর করতে সব ধরনের চেষ্টা তিনি করবেন। কিন্তু ক্লাব ফুটবলে নিশ্চিত করে কিছুই বলা যায় না। হ্যাজার্ড নিজেও জানিয়ে দিয়েছেন, ‘চেলসিতে চমৎকার ছয়টি বছর কাটানোর পর নতুন কিছুর জন্য চেষ্টা করা যেতে পারে।’ আগামী জানুয়ারিতেই ২৮ বছরে পা দিতে যাওয়া হ্যাজার্ড সেই চেষ্টা করে যাচ্ছেন। শুধু রিয়াল মাদ্রিদ নয়, হ্যাজার্ডকে কেনার জন্য গোপনে চেষ্টা চালাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। গত বছর নেইমারকে হারানোর পর সম্প্রতি আন্দ্রেস ইনিয়েস্তাও ন্যুক্যাম্প ছেড়ে পাড়ি জমিয়েছেন জাপানে। বর্তমান দল নিয়ে ঠিক আস্থা পাচ্ছে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তাই নতুন খেলোয়াড় কেনার চেষ্টা অব্যাহত রাখছে কাতালান ক্লাবটি। রাশিয়া বিশ্বকাপের পর হ্যাজার্ড এখনও ছুটিতে রয়েছেন। হ্যাজার্ডের আইনজীবীকে নিয়ে তার বাবা রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে কাল বৈঠকে বসেছিলেন। রোনাল্ডোর বিকল্প হিসেবে রিয়ালের মূল লক্ষ্য ছিল পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার কিংবা তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে বার্নাব্যুতে নিয়ে আসা। কিন্তু এমবাপ্পে-নেইমার দু’জনই রিয়াল মাদ্রিদকে ‘না’ বলে দিয়েছেন। যে কারণেই হ্যাজার্ডের জন্য ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি গুনতেও রাজি রিয়াল। ওয়েবসাইট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম