Logo
Logo
×

ঘরে বাইরে

বৃষ্টির মৌসুমে চুলের যত্ন

Icon

প্রকাশ: ০১ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্ষা মৌসুম চলছে। ঘরে থেকে বের হলে কখনও সখনও টিপটিপ বৃষ্টিতে ভিজে যায় চুল। ভেজা চুল সময় মতো না শুকালে চুলে গন্ধ হয়। প্রকৃতির যেন অদ্ভুত খেয়াল। এই তীব্র রোদ তো আবার এই বৃষ্টি। রোদ-বৃষ্টির খেলার এই সময়ে চুল নিয়েও সমস্যায় পড়তে হয় অনেক। অনেক সময় চুল ঠিকঠাক শুকাতেই চায় না। আবার শুকালেও কেমন চিটচিটে ভাব থাকে। রুক্ষতাও দেখা দেয় চুলে। সমস্যার সমাধানে জেনে নিন ওমেন্স ওয়ার্ল্ড এর সিইও ফারনাজ আলম-এর কিছু টিপস। তাহলে চুল ভালো রাখতে পারবেন সহজে।

চুলকে রক্ষা করার আরেকটি উপায় হল সেটা পুরোপুরি ঢেকে ফেলা। সেটা হতে পারে কোনো হ্যাট দিয়ে বা স্কার্ফ দিয়ে। এতে করে চুল সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে। সঙ্গে চুলে ময়েশ্চার ধরে রাখতেও সহায়তা করবে। হ্যাট বা স্কার্ফ কিন্তু শুধু আপনার চুলকে রক্ষায় করবে না বরং আপনাকে ফ্যাশনেবল দেখাতেও সাহায্য করবে।

এ সময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল মাসাজ ছাড়াও চুলের চাই একটু বেশি যযত্ন। জেনে নিন চুলের ঘরোয়া মাস্ক যা বর্ষাকালের যযত্ন নিতে দারুণ উপযোগী।

১. ৪-৫ টেবিল আমন্ড দুধ, ১-২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে গোটা চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. ২টা ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ২টা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩. ১ টেবিল চামচ করে ওটস, মধু ও দুধ মিশিয়ে নিন। এই মাস্ক চুলের গোড়ায় ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৪. ১ টেবিল চামচ বেকিং সোডা, ২-৩ কাপ অ্যাপল সিডার ভিনিগার, ১/৪ কাপ জল মিশিয়ে মাথায় লাগান। ১৫ মিনিটের বেশি রাখবেন না। হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সেটা চুলের জন্য ভালো। ভেজা অবস্থায় মোটেও চুল আঁচড়াবেন না। তাহলে চুল আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকানোর পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়ে নিন।

নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেল, এর সবগুলোই চুলের জন্য খুবই উপকারী। চুলের আগা থেকে গোড়া অব্দি ভালো করে তেল লাগান। সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুল অনেক নরম মনে হবে কিন্তু চিটচিটে দেখাবে না।

একটু যযত্ন নিলেই মৌসুম কোনো প্রভাব আনতে পারবে না আপনার চুলের ওপর, আপনার ত্বকের ওপর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম