
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম
ডেভিস কাপে নাদাল

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করেছিলেন রাফায়েল নাদাল। এরপর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যায়নি ক্লে কোর্টের রাজাকে। অবশেষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ডেভিস কাপে স্পেন দলে ফিরতে যাচ্ছেন নাদাল।
৩১ বছর বয়সী তারকা চোটের কারণে খেলতে পারেননি ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতেও। তার সুস্থতা নিয়ে স্পেন দলের অধিনায়ক সার্জি ব্র“গুয়েরা জানান, ‘রাফা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অনুশীলনের মাত্রাও বাড়িয়েছে। এখনও খেলা শুরু হতে সময় বাকি এক সপ্তাহ।’ দীর্ঘদিন পরে ফিরলেও র্যাংকিয়ে এক নম্বরে থেকে খেলতে নামবেন নাদাল। কারণ এই সপ্তাহেই মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন রজার ফেদেরার। তাতেই শীর্ষস্থান হারাচ্ছেন তিনি। ওয়েবসাইট।