
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
নিখোঁজের ৫ দিন পর শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার চণ্ডালখিলে রানা মিয়া (১৫) নামে নিহত এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। রানা মিয়া চণ্ডালখিল গ্রামের মৃত আবদুল কুদ্দুস মাখনের ছেলে। নিহতের চাচাতো ভাই বিল্লাল হোসেন জানান, ১৫ জানুয়ারি রাত প্রায় রাতে বাজারের সেলুনের দোকানের কর্মচারী জাহাঙ্গীর রানাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রানা আর বাড়ি ফিরে আসেনি। রানার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।