মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০৯:৪৭ পিএম

ফাইল ছবি
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেতাছিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাফিয়া আক্তার (২) উপজেলার খেতাছিড়া গ্রামের কৃষক মো. কালাম ওরফে কালু মিয়ার মেয়ে।
স্থানীয় চৌকিদার হারুন অর রশিদ হাওলাদার জানান, নিহত সাফিয়ার মা একজন প্রতিবন্ধী। শিশুটি মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে বসতঘরসংলগ্ন পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে। পরে লাশটি উদ্ধার করে।