Logo
Logo
×

জাতীয়

‘তাজিয়া মিছিলে মাঝপথে প্রবেশ করা যাবে না'

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৯ পিএম

‘তাজিয়া মিছিলে মাঝপথে প্রবেশ করা যাবে না'

পবিত্র আশুরার তাজিয়া মিছিল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

 

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

 

ডিএমপি কমিশনার বলেন, মিছিলের শুরু থেকেই অংশগ্রহণ করতে হবে। মিছিল শুরুর পর কোনোভাবেই মাঝপথে মিছিলে প্রবেশ করা যাবে না।

 

অতীতের অভিজ্ঞতার আলোকেই এবারের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, কোনো ধরনের ‍বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মিছিলের সামনে-পেছনে বিপুল সংখ্যক পোশাক পরিহিত পুলিশ, র‌্যাব ও সরকারের গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম